Dolchhut Printed 5th Edition - Editorial
সম্পাদকীয়
চোখের সামনে সবটাই ভাঙ্গন শুধু। আর পরিবেশ সর্বসাকুল্যে অনুকুল। শুধু একটা
অদৃশ্য শক্তির অনবরত লড়াইয়ে ক্লান্তির দাগ ক্রমশ স্পষ্টতর হয়। লড়াইটা গুচ্ছ করে
আনার; একসাথে অনেকগুলো হাতের মুঠো জোগাড় করতে হবে। তৈরী করতে হবে একমুখী স্রোত আর
বইয়ে নিয়ে যেতে হবে তাকে বহুমুখী ভিড়ের মাথা দিয়ে। তাতে তৈরী হবে আওয়াজ। এই আওয়াজ
ক্ষুদ্রতম সময়ের ভগ্নাংশে মিলিয়ে যাবে বাতাসে। জন্ম নেবে একটা তরঙ্গ। এই তরঙ্গ প্রজাপ্রতি
প্রভাবের থেকেও দুর্বল, জ্যোৎস্নার থেকেও ক্ষীণ, এক মুহুর্ত নিস্তব্ধতার থেকেও
অস্থায়ী। আবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে সব। ভেঙ্গে ভেঙ্গে একক। মাত্রাহীন একক
দিকভ্রান্ত বিমূঢ় ছিটিয়ে যায় ছড়িয়ে যায় কোলাহলে। আর গুটি পাকিয়ে ঘুরপাক খায় সব
কোলাহল কোনো এক দলছুটের ঘোলাটে সেদ্ধ সেদ্ধ মগজে। এই সমস্ত বিব্রত আঘাত থেকে আবার
সৃষ্টি হয় ধীরে ধীরে অদৃশ্য শক্তি। অনেকগুলো হাতের মুঠো জোগাড় করতে বেড়িয়ে পড়ে। এই
শক্তির নাম বোধ; আবার জাগছে এই সময়, এই সৌন্দর্য্য, এই মাতৃশক্তি আলোড়নের কোলে
ঘুমের মধ্যে থেকে। আমরা দলছুট; ছড়িয়ে দিলাম আবার একটা তরঙ্গ, একটা আওয়াজ, একটা
স্রোত। ভিড়ের মাথা দিয়ে বয়ে যাক।...
২রা
অক্টোবর, ২০১১ তারিখে দলছুট কর্তৃক প্রকাশিত।
Comments
Post a Comment