Alap@Dolchhut


আলাপ – কবি সন্দীপ
আলাপ করালেন – ভাস্করজ্যোতি দাস



নামঃ সন্দীপ

জন্মঃ ০৪.১০.১৯৮৭

প্রথম লেখা প্রকাশঃ ২০০৫, বল্লরী পত্রিকায়

ভালো লাগেঃ উৎপল কুমার বসু, ভাস্কর চক্রবর্তী, দেবদাস আচার্য, সুজিত সরকার ও পার্থজিৎ চন্দ

প্রিয় কবিতার বইঃ ‘জিরাফের ভাষা’ --- ভাস্কর চক্রবর্তী

‘আচার্যের ভদ্রাসন’ --- দেবদাস আচার্য


২০০৫ সালে প্রথম কবিতা প্রকাশ হ’লেও শ্যাওড়াফুলি নিবাসী সন্দীপ (পদবী ব্যবহার করে না) বেশি ক’রে নজরে আসতে শুরু করেছে গত দশকের একেবারে শেষের দিক থেকে । কবিতার খুব মনোগ্রাহী পাঠক এই কবি যৌথভাবে শূন্যদশকের কবি শ্রীজিৎ এর সঙ্গে ইউটোপিয়া নামক একটি উঁচুমানের পত্রিকার সম্পাদনা ও প্রকাশ করে । খুব অর্থবহ এবং তুলনায় ছোটো কবিতা বেশি লেখে সন্দীপ যদিও তা অনু কবিতা নয়, ভালো মানের ছোটো কবিতা। তাতে থাকে গভীর উপলব্ধি আর দার্শনিকতার সামঞ্জস্য, যা বর্তমান কবিতা থেকে অনেকটাই ক’মে গেছে । ২০০৯ সালে প্রকাশিত দুয়েন্দে-র সংখ্যা থেকে সন্দীপের দু’টি কবিতা এখানে তুলে ধরা হ’লঃ


আগুন


পিঁপড়ের দখলে চ’লে গেছে,

কাপের তলানিতে প’ড়ে থাকা অবশিষ্ট চা ।


সবটুকু কেউ একা ভোগ করতে পারে না ।





রাজনীতি ‘০৯


এলোমেলো হয়ে যাচ্ছে,

চেনা বন্দিশগুলো ।


ধ্বংসেরও একটা মিউজিক থাকে ।


তরুণ এই কবির শ্রীবৃদ্ধি কামনা করি । সন্দীপ-এর সঙ্গে যোগাযোগঃ ৯৮৭৪৪১৮৯১১

Comments