তাপসকিরণ রায়ের কবিতা

|

Body Art Photography by Cecilia Paredes |
তাপসকিরণ রায় ]
|


দেহ

তোমার সন্ধিক্ষণের অন্ধকারগুলি উঠে এলো শরীরে--  
আমাদের অংকুর স্বাচ্ছন্দে গজিয়ের যাচ্ছে,
পুলকিত ক্ষণগুলি কি ভাবে আঁকড়ে ধরে ধারণ !  
তুমি অনায়াস খুলে যাচ্ছ অন্য দেহে।  


হারানো

হারাতে হারাতে আর অবসাদ নেই--
চেনা জানারা ক্ৰমশঃ হারিয়ে যাচ্ছে অন্যপ্রান্তে
স্টেশনের সিগনালে তাকিয়ে আছে গাড়ি  
হারিয়ে হারিয়ে ক্ৰমশঃ নিজের দিকে এগিয়ে আসছি


কবিতা

কখনও অজ্ঞাতে নিজের দেহে গুপ্তাঘাত জেগে ওঠে--
কবিতার জন্ম, আগুন সীমার মাঝে, একান্তে তোমার আমার আমাদের...  
কবিতা জন্ম নিচ্ছে, অন্তরাল নির্জনতার রোদ,  
কিংবা নিশীথে তুমি জেগে আছো



|

Comments