সাঁকো | রাজীব ভট্টাচার্য


‘La Fortune’ by Man Ray |

ব্রীজ থেকে বহুদূরে  রাতের সরাইখানা জেগে আছে 
ধু ধু পথের ভাষা উদ্দাম মটরবাইক মাড়িয়ে গেলে 
টায়ারের চিহ্ন নিয়ে জেগে থাকে রাতের আকাশ

জং ধরা গিটার কাঁচের গ্লাসে বেজে উঠলে   
কাঁচ ভাঙা শব্দে ফেটে যায় জমানো বরফ  
সুরের মূর্চ্ছনা চিকচিক করে ছড়িয়ে পড়লো 
হৃদয়ের ভাঙা কাঁচে!

চাঁদ মাতাল হবার আগে 
তুমি শেষ বারের মতো দেখে নিলে
কুকুর ও বিড়ালের বিলাস সন্ধি 
বৃষ্টির রাতে।

খেলা শেষে বিলিয়ার্ড বল লক্ষ্যভ্রষ্ট হলে  
দানিকেন-দৃষ্টিতে তারাদের সাথে কথা বলতে বলতে
বাড়ি ফেরার পালা এলো 
বমন উদ্ধত সময়ে ভিনগ্রহী সংযোগ আবিষ্কারের নেশায় সমস্ত সাঁকো হাওয়ায় ভাসছে এখন!

আর আমরা নদী সাঁতরে পাড়ে পৌঁছবার আপ্রাণ চেষ্টা করতে থাকলাম...

Comments

  1. দানিকেন দৃষ্টি - অনবদ্য ভার্শন

    ReplyDelete

Post a Comment