প্লেনটিভ্ প্রোজেক্টর | অয়ন ঘোষ






দীর্ঘ তল্লাশির পর অতি ক্ষুদ্র জিনিস আরও খর্ব করে দ্যাখার ইচ্ছে হয়
প্রস্তাব মাড়িয়ে গোলমেলে টেবিলে গিয়ে বসি
হাতা গোটাই, ডিনার সারি


নাটকের পুনরায় প্রদর্শন দেখে
ফের গভীর রাতে অন্বেষণের মুখোমুখি
আমি তেরছা আলোয় কলম ঘষতে থাকি
সিস্টেমে গোলযোগ শুরু হয়


শরীরের পানসে গ্রন্থিগুলো থেকে দূর্গন্ধ ছড়াতে থাকে
তৎক্ষনাৎ দরজা বন্ধ করে আলো নেভাই
ঢুকে পড়ি মোক্ষম গল্পে
অথবা কোনো পিকনিক স্পটে
আয়নার ওপার থেকে চেনা মুখের রক্তদৃষ্টিসহ রুগ্ন হাত ঘুটি বদল করে বিলাপ বাড়ায়
কয়েকবার বাক্য বিনিময়ের পর হঠাৎই
'চেকমেট!'


প্রাপ্যতালিকায় নিজের নাম না দেখে হেচকি তোলার বদলে
হাতে তুলে ফেলি বঙ্কিমদন্ড
লোমকূপে জড়ো করি দেহশিশির
উচ্ছিষ্টের ভিড়ে পাত পেড়ে বসি
উদম ডানা মেলি, পা ছড়াই
নোটপ্যাডে বেড়ে ওঠে জটিল গণিত


একটা টেম্পোরারি ব্রেক নিতে নিতে রোদের পালিয়ে যাওয়া দেখতে থাকি
চোখে এসে থামে ম্যাপাকার বুদবুদ
শহরের কোরাপ্টেড বাতাসে সভ্য কিছু পায়রার দল শোকবিষ্ঠা ছড়িয়ে যাওয়ার
পর শব্দভাঁড়ার থেকে দু-এক পিস্ বাতিল শব্দ তুলে নিয়ে সস্নেহে পুঁতে
দ্যায় ওদের নালিশখাতায়
এ যাত্রায় আমার আর 'চোর' বলে চেঁচিয়ে ওঠা হয় না
কিছুটা অস্বস্তিতেই বগলে প্রশান্তি জড়ো করে মেট্রো চ্যানেল পার করি


বাস স্টপে দাঁড়িয়ে মূহুর্মূহ থুতু ফেলি
বামদিকে ঝড় শুরু হতে না হতেই ডানদিকের রাস্তায় ধোঁয়া নেমে আসে
সন্ধ্যের পর হলদে শহরে দাঁড়িয়ে অনুধাবন করি
কলকাতা হলুদ রঙ ভালোবাসে।

Comments