যাপন - সম্পাদকীয়


Weekly-Editionযাপন
রোজ সকালে ঘুম থেকে উঠছি আমরা। খাচ্ছি-দাচ্ছি , স্কুল কলেজ অফিস যাচ্ছি , তারপর ছেলের টিউশন , মেয়ের কোচিং , পুজোর কেনাকাটা , বছরে দুবার বেড়াতে যাওয়া , সব মিলিয়ে কেটে যাচ্ছে একরকম করে। এর মাঝেই প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য টুকরো টুকরো ঘটনা ঘটে চলেছে। কখনো বাসের জানলা থেকে দেখছি তার এক ঝলক , কখনো নিজেই হয়ে উঠছি সেই ঘটনার চরিত্র। কখনো নাক কুঁচকে মুখ ফিরিয়ে নিচ্ছি তো কখনো গোটা জীবনের মোড় ঘুরে যাচ্ছে এরকমই কোন ঘটনার ধাক্কায়। এই ভাঙা ভাঙা ছবিগুলো কেউ কেউ গল্প হয়ে ওঠে। কেউ কেউ আড়ালেই থেকে যায়।

প্রত্যেকটা মানুষ আসলে একটা করে বিন্দু। আরো অগণিত বিন্দুর সাথে বিভিন্ন মাপের বিভিন্ন ভঙ্গিমার রেখায় সে যুক্ত থাকে। কখনো এই রেখাগুলোর মধ্যেকার কোন একটা ফিসপ্লেট বেকায়দায় নড়েচড়ে গেলেই গোটা কাঠামোটাতেই তার কাঁপন ধরা পড়ে। আমরা সবাই এক একটা গল্প। তাই নিজেদের যাপনকে কিছুটা খুঁড়ে দ্যাখার জন্যই এই সংখ্যা।
                                                           -সায়ন্তন
সম্পাদনা - সায়ন্তন - সৃজনী

Comments