শ্মশান | সুজয় ভোর











কবিতা
| |



ভস্ম প্রেম ছাই হয়ে ওড়ে..
জল ছিটিয়ে আগুন নেভায় ডোম 
বাঁশের আঘাতে খুলিটা চুরমার হয়ে যায়...
আর...ঘুমন্ত দেহ সময় মাপে
একটা একটা করে চোখ লাল হয়ে ওঠে,
খিস্তি খেউরে শহুরে সর্বনাশ...
বাড়ি ফেরা পথে অস্থি চিহ্ন আঁকা
প্রেমের ছাই ওড়ে নাভির খোঁজে... ।
মেয়েটা একলা চুল্লি ঘিরে দাঁড়ায়
ওড়না দিয়ে মুছে দেয় ঘাম 
শরীরে শরীর উল্লাসে কাঙালির
শ্মশান দিয়ে চলে মূল্যবোধের দাম 
ভস্ম প্রেম ছাই হয়ে ওড়ে...
প্রেমের ছাই ওড়ে জলের খোঁজে... ।



| |

Comments