বসন্তের কবিতা । সেলিম মন্ডল




Poetry


ভিতরে বড় শীত করছে কিন্তু বাইরে বেরোতে হবে ছাতা নিয়ে
বসন্ত ভেগে গেছে- আপদকালীন নিরাপত্তা নিয়ে।

অজস্র দাগ নিয়ে তোমার কাছে যাব শেষবার স্পর্শ করে বোলো- এগুলো ‘বসন্তদাগ’ কিনা

বসন্তোৎসবের আগে ও পরে মুখটা মিলিয়ে নিও
জীবন আসলে একটা ক্ষণস্থায়ী মলাট যেখানে রঙ শুধুমাত্র সান্ত্বনা দিতে পারে

প্রত্যেক বসন্তে বাবা- মা’কে বেশি জড়িয়ে ধরি ভয় করে শিমূল, পলাশ এত ছড়িয়ে থাকে সংবাদপত্রের হেডলাইনগুলো চোখে ভাসে

আলাদা করে বসন্ত বলে কিছু থাকতে নেই
বসন্তও তো একটা উদযাপন
সম্পর্কে উদযাপন আসলে স্মৃতির কাছে শীঘ্রই ঘোষণা হয়ে যায় তার আয়ুষ্কাল




| |

Comments